কুমিল্লায় পেট্রলবোমাসহ দুই জামায়াত নেতা গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পেট্রলবোমাসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার বিকেলে র‌্যাব-১১ এর ডিএডি শাহ আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাও. আবু সালেহ মোহাম্মদ রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এ এস এম ওবাইদুল্লাহ গজনপন।

মামলায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছফুয়া আল আমীন ফিলিং স্টেশনের কাছে একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি কুমিল্লার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ১০টি ককটেল ও ১০টি পেট্রলবোমাসহ দুইজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোসলেহ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।