নীলফামারীতে সাংবাদিক-কৃষি কর্মকর্তাসহ আক্রান্ত আরও চার
নীলফামারী জেলায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১ জুন পাঠানো নমুনার রিপোর্টে সোমবার (১৫ জুন) এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে যাদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে তারা হলেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), একই দফতরের গাড়িচালক, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি ও সৈয়দপুর উপজেলা শহরের নিউ বাবুপাড়ার একজন।
জানা যায়, এ নিয়ে নীলফামারী সদরে মোট ৮৪ জন এবং সৈয়দপুর উপজেলায় মোট ৩৫ জন করোনা পজিটিভ।
জেলায় পূর্বের শনাক্তসহ এ নিয়ে সর্বমোট করোনা শনাক্ত হলো ২৫৯ জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।
জাহেদুল ইসলাম/এসএইচএস/জেআইএম