সাতক্ষীরা সীমান্তে ভারতীয় খাদ্যপণ্য উদ্ধার


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৩ অক্টোবর ২০১৫

সাতক্ষীরার তলুইগাছা ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২১৫ কেজি ভারতীয় গরুর মাংস, ১৮শ পিস মুরগির ডিম, ৪০ কেজি আপেল উদ্ধার করেছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার মুক্তি বাড়ির মোড় এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমন্ডার হায়দার আলী জাগো নিউজকে জানান, এক দল চোরাকারবারী ভারতীয় চোরাই পণ্য নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মুক্তিবাড়ি মোড় এলাকা থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসব মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য দেড় লাখ টাকা।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।