হাওরের পানিতে ভেসে উঠল দুই বোনের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৪ জুন ২০২০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে মুসলিমা খাতুন (৪) ও রহিমা খাতুন (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামের কলকখতা হাওরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মুসলিমা খাতুন ও রহিমা খাতুন কলকখতা গ্রামের সুরুজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে কলকখতা গ্রামের আমপাড়া হাঁটির পাশে হাওরে ঠেলা জাল দিয়ে খেলার ছলে মাছ ধরতে যায় মুসলিমা ও রহিমা। পরবর্তীতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পাশের বাড়ির শহীদ মিয়া ও তার স্ত্রী জানান হাওরে মাছ ধরতে গেছে। পরে সেখানে গিয়ে দেখা যায় দুই বোন পানিতে ভাসছে। দুইজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিবারের লোকজনকে না জানিয়ে দুই শিশু জাল নিয়ে হাওরে মাছ ধরতে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোসাইদ রাহাত/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।