খুলনায় মঞ্জু ও তার ছেলে-মেয়ের করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৪ জুন ২০২০

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, ছেলে আনান এহসান সিয়াম ও কন্যা আদৃতা আলো সেমন্তির করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল রোববার রাত সাড়ে ৮ টার দিকে একথা জানান।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পরিবারের অন্য তিন সদস্য করোনা নেগেটিভ হওয়ায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ্’র দরবারে শুকরিয়া আদায় এবং তাদের জন্য দোয়া করায় খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজরুল ইসলাম মঞ্জু।

একই সাথে তিনি করোনা আক্রান্ত সহধর্মিণী মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সৈয়দা সাবিহা’র দ্রুত সুস্থতা কামনায় খুলনা তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, সৈয়দা সাবিহা আমাকে খুলনাবাসীর পাশে থাকতে অকৃত্রিম সহযোগিতা করে থাকেন। পর্দার অন্তরালের এই মানুষটির অকুণ্ঠ অনুপ্রেরণায় তরুণ বয়স থেকেই অদ্যবধি পুরোজীবনটাই আমি খুলনার মা-মাটি ও মানুষের কল্যাণে সত্য-ন্যায়ের পক্ষে লড়েছি। জীবনের বেশিটা সময় কেটেছে রাজপথে, সকল শ্রেণি-পেশার মানুষের পাশে, কাঁধে হাত রেখে। সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্য হয়ে খুলনাবাসীর প্রতিনিধিত্ব করেছি।

অসীম স্বাদ-সীমিত সামর্থ্যের মধ্যে পূরণ করতে পারিনি হয়তো। তবে খুলনাবাসীর বিশ্বাস ও আস্থায় সকলের মঞ্জু ভাই হতে পারাটাই আমার অর্জন। দেশ-জাতি ও দলের বৃহত্তর স্বার্থে অনেক ক্ষেত্রেই সকলের মন রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকলে বৈশ্বিক করোনা মহামারিকালে নিজগুনে আমাকে ক্ষমা করে, আমার সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া করবেন।

আলমগীর হান্নান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।