কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার সদর দক্ষিণ ও ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা রেলওয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিকেলে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যান।
অপরদিকে, একই রেলপথের ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের সাইদুল হক ওরফে সাদেক (৬০) ট্রেনে কাটা পড়ে মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, নিহত সাইদুল হকের ময়নাতদন্ত শেষে মরদেহ সন্ধ্যায় তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর অজ্ঞাত মহিলার পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ মর্গে রাখা হয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি