পার্বতীপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২২ অক্টোবর ২০১৫

দিনাজপুরের পার্বতীপুরে মোসলেম উদ্দিন (৩২) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছেন এক বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মোসলেম উদ্দিন (৩২) উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের আ. রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল আলম জাগো নিউজকে জানান, উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের আ. রহমানের ছেলে মোসলেম উদ্দিন (৩২) দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন করতেন। নেশার টাকা না পেলে পরিবারের সকলের সঙ্গে অশান্তির সৃষ্টি করতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে তার বাবা তাকে থানা পুলিশে সোপর্দ করেন। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।