ট্রলিতে ধাক্কা দিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১১ জুন ২০২০

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ স্টেশনের পাশে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ‘এয়ার কুলার পট’ ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই ট্রেনটি থেমে যায়।

গতকাল বুধবার (১০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এতে কিছুক্ষণের জন্য উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Naogaon-Train-1

আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, আত্রাই স্টেশন ভবনের সংস্কারের কাজ চলছিল।ট্রলিতে বালু নিয়ে স্টেশনের পাশে রেললাইন পার হচ্ছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ট্রলির পেছনের দিকে ধাক্কা লাগে। এতে ট্রেনের ‘এয়ার কুলার পট’ ভেঙে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।ট্রেনটি রেলওয়ের ব্রিজের উপর দাঁড়িয়ে যায়।

তিনি বলেন, ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন এসে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আব্বাস আলী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।