মন্দিরে চুরি করায় ৬ মাসের কারাদণ্ড


প্রকাশিত: ০৯:০০ এএম, ২২ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে মন্দিরে চুরি করার অপরাধে উজ্জ্বল মিয়া (৩০) নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ এ সাজা দেন।

উজ্জ্বল মিয়া উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের মো. ফজল মিয়ার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উজ্জ্বল মিয়া পৌর সদরের বাইমহাটী পালপাড়া গ্রামের ডিজনী ক্লাবের সার্বজনীন পূজা মণ্ডপে চুরি করার সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে মির্জাপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিক তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ উজ্জ্বলকে ৬ মাসের কারাদণ্ড দেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।