গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই : ছাত্রলীগ-যুবলীগ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৮ জুন ২০২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পোস্টমাস্টারকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদককে অব্যাহতি দেয়া হয়েছে।

বিষয়টি স্বীকার করেছেন সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা। জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজীদুল ইসলাম জিসানকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করে চিঠি দিয়েছে জেলা কমিটি। জিসানের বাড়ির ঘাটাইল উপজেলার হামিদপুরে।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিমেল বলেন, ৭ জুন আমরা জিসানের বহিষ্কার চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগকে চিঠি দিয়ে সুপারিশ করেছি। কারণ সে ঘটনায় জড়িত। ছাত্রলীগ ব্যক্তির অপরাধের দায় নেবে না।

এদিকে কালিহাতী উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতার নাম মনিরুল ইসলাম সজীব। তিনি উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক।

কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা সজীবকে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ জানিয়ে জেলা কমিটির কাছে চিঠি দেই। পরে জেলা কমিটি ৬ জুন তাকে পদ থেকে অব্যাহতি দেয়।

১৭ মে কালিহাতী উপজেলার বল্লা তাঁত বোর্ডের কাছে বল্লা সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার মুজিবর রহমানকে গুলি করে সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে কালিহাতী থানায় মামলা করেন পোস্ট অফিসের পরিদর্শক শেখ হোসেন জোবায়ের। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য জিসানের জবানবন্দিতে কালিহাতী উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বলে উল্লেখ করা হয়।

এদিকে গুলিবিদ্ধ পোস্টমাস্টার মুজিবর রহমান বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এরই মধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।