৮ বছ‌রের শিশু‌কে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৮ জুন ২০২০

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপজেলায় আট বছ‌রের শিশু‌কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৮ জুন) সকালে মিন্টু মণ্ডল (২৪) নামে এক যুবক‌কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ওই যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে।

গ্রেফতার মিন্টু মণ্ডল উপ‌জেলার কান্দাপাড়া গ্রা‌মের মৃত গোপাল মন্ডলের ছে‌লে। তিনি স্ব‌র্ণের দোকা‌নের কর্মচা‌রী।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রথ‌মে শরীয়তপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। অবস্থার অবন‌তি হ‌লে তাকে উন্নত চি‌কিৎসার জন‌্য ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হয়েছে।

ন‌ড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু‌টি স্থানীয় এক‌টি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে দ্বিতীয় শ্রেণি‌তে প‌ড়ে। প্রতি‌দি‌নের ম‌তো শিশু‌টি তা‌দের নি‌জের উঠা‌নে খেল‌ছিল। রোববার (৭ জুন) বি‌কেল ৪টার দি‌কে বাড়িতে কেউ না থাকার সুযোগে মিন্টু তাকে গাব খাওয়ানোর লোভ দেখিয়ে ঘ‌রের ভেতর নি‌য়ে ধর্ষণ ক‌রে। এ সময় শিশু‌টি কান্নাকাটি করলে তাকে ঘর থেকে বের করে দিয়ে মে‌রে ফেলার হুম‌কি দেয় মিন্টু। বিষয়টি শিশুটি তার মা-বাবাকে জানায়।

পরে শিশু‌টির মা দেখ‌তে পান মে‌য়ের গোপনাঙ্গ দি‌য়ে রক্ত ঝর‌ছে। অসুস্থ অবস্থায় শিশু‌টি‌কে শরীয়তপুর সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রা হয়। সেখানে অবস্থার অবন‌তি হ‌লে তাকে উন্নত চি‌কিৎসার জন‌্য ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসার জন‌্য নেয়া হয়। এ ঘটনা স্থানীয়ভা‌বে মীমাংসার চেষ্টা চল‌ছিল। কিন্তু পু‌লি‌শের সহ‌যো‌গিতায় শিশু‌টির বাবা বাদী হ‌য়ে ন‌ড়িয়া থানায় মামলা ক‌রেন। মামলার ভিত্তিতে সোমবার সকা‌লে মিন্টু মণ্ডল‌কে গ্রেফতার করে পুলিশ।

শরীয়তপুর সদর হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহ‌মেদ খান বলেন, শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপা‌তালে আন‌া হয়। শরীরিক অবস্থ‌া বে‌শি খারাপ দে‌খে তা‌কে উন্নত চিকিৎসার জন‌্য ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রি।

ন‌ড়িয়া থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হা‌ফিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় এক‌টি মামলা হ‌য়ে‌ছে। মিন্টু‌কে আদাল‌দতের মাধ‌্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌বে।

ছ‌গির হো‌সেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।