নওগাঁয় ১৫৯২ বোতল ফেনসিডিলসহ আটক ১
নওগাঁয় পত্নীতলায় ১৫৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ডালিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে পত্নীতলা উপজেলার মালদিঘী বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক ডালিম উপজেলার ভোলাদিঘী গ্রামের এনামুল হকের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে জেলার ধামইরহাট উপজেলা সীমান্ত দিয়ে একটি মাদকের চালান দেশে এসেছে। বুধবার রাতে মাদক ব্যবসায়ীরা সেগুলো উপজেলার আগ্রাদ্বিগুণ হয়ে পত্নীতলার মধ্যে দিয়ে সাপাহার উপজেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। এমন তথ্যের ভিত্তিতে পত্নীতলা উপজেলার মালদিঘী বাজার এলাকায় তল্লাশি শুরু করা হয় ।
বৃহস্পতিবার ভোরে মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার সময় ডালিম নামে একজনকে আটক করে। এ সময় সেখান থেকে চারটি বস্তায় ১৫৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, পলাতক মাদক ব্যবসায়ীদের আটক করার চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় পত্নীতলা থানায় বৃহস্পতিবার মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
আব্বাস আলী/এসএস/পিআর