আম্ফানে বাসা হারানো পাখিদের জন্য কৃত্রিম বাসা স্থাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৭ জুন ২০২০

সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে মানুষের মতো বাসা হারিয়েছে পাখিরাও। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ থাকার জন্য সাতক্ষীরার তালা উপজেলা পরিষদকে পাখির অভয়াশ্রম ঘোষণা করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন।

শুক্রবার সকালে তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংকের কর্মীরা গাছে গাছে পাখির নিরাপদ বাসার জন্য মাটির তৈরি ভাড় (কলস) স্থাপন করে দেয়।

পাখির অভয়াশ্রমের জন্য পাখির বাসা স্থাপনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনসহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা।

উদ্বোধনকালে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আম্ফান ঝড়ে মানুষের মতো ঘর-বাড়ি হারিয়েছে পাখিরাও।পাখির জন্য দেয়া কৃত্রিম বাসাগুলোতে নিরাপদে থাকতে পারবে পাখিরা। উপজেলা পরিষদ হবে পাখির নিরাপদ অভয়াশ্রম।

পাখির এ কৃত্রিম বাসা উদ্বোধনকালে তালা সদর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল জব্বার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদিসহ তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।