স্বামী বেঁচে নেই, তাই দুর্দিনে এগিয়ে এলেন মুক্তিযোদ্ধার স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৭ জুন ২০২০

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য স্বামীর এক মাসের পুরো মুক্তিযোদ্ধা ভাতা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন এক নারী। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের স্ত্রী জুলেখা খাতুন রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এই অর্থ প্রদান করেন। এই অর্থ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফকে অনুরোধ করেন তিনি।

এ সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের স্ত্রী জুলেখা খাতুন জানান, তার স্বামী জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তার স্বামী আজ জীবিত নেই। কিন্তু মহামারী করোনার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। স্বামী বেঁচে থাকলে নিশ্চয় দেশের এই দুর্দিনে কিছু না কিছু করতেন। তাই তার স্মৃতিকে সম্মান জানিয়ে এই অর্থ দান করেছেন তিনি।

সামান্য হলেও এই সম্মানীর টাকা যদি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যয় হয় তাহলে তিনি নিজে যেমন খুশি হবেন তেমনি তার স্বামীর আত্মা কিছুটা হলেও শান্তি পাবেন বলে তিনি মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, মহামারী করোনার বিরুদ্ধে সরকারের একার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আজকে জুলেখা খাতুন যে সহযোগিতার যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা অনেকের জন্যই অনুকরণীয় হবে।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত কুষ্টিয়া জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১১১ জন। এর মধ্যে শুধু ভেড়ামারা উপজেলাতে শনাক্ত হয়েছে ১৯ জন।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।