বিশ্ব রেকর্ড গড়লেন মুন্সীগঞ্জের বুলু


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০১৫

বিশ্ব রেকর্ড গড়লেন সাঁতারু হাফিজ আহাম্মদ বুলু। তাও আবার একটানা ২৪ ঘণ্টা মাথা না ভিজিয়ে সাঁতার কেটে।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে বুধবার বিকেল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীতে মাথা না ভিজিয়ে তিনি সাঁতার কেটেছেন।

হাজার হাজার লোকের উপস্থিতে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস তার হাতে পুরস্কার তুলে দেন।

Bulu
ইসমানির চর গ্রামের কৃতি সন্তান সাঁতারু হাফিজ আহাম্মদ বুলু জানান, এর পূর্বে কানাডিয়ান এক নাগরিক ২৩ ঘণ্টা মাথা না ভিজিয়ে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেন। তার রেকর্ড ভাঙতে পাড়লে গিনিজ বুক অব ওয়ার্ল্ডে তার নাম উঠবে। ইতোপূর্বে বুলু ঢাকার সদরঘাট থেকে সাঁতার কেটে ১২ ঘণ্টায়  চাঁদপুর যান। এছাড়া তিনি ফুলদী নদীতে টানা ১০০ কিলোমিটার সাঁতার কেটেছেন। সাঁতার কাটা অবস্থায় তিনি সকালের নাস্তা ও দুপুরের খবার হিসেবে সামান্য তরল খাবার গ্রহণ করেছেন।পুরস্কার গ্রহণের পরপর হাফিজ আহাম্মদ বুলু অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি সুস্থ আছেন বলে জানান চিকিৎসক।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।