টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচন : ৩ জনের মনোনয়ন প্রত্যাহার


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২১ অক্টোবর ২০১৫

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বুধবার ছিল মনোনয় প্রত্যাহারের শেষ দিন।

সহকারী রিটারিং অফিসার তাজুল ইসলাম জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিকেল ৫টার দিকে সাদেক সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে এ মনোনয়ন প্রত্যাহার করেন।

নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান, ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস।

হাইকোর্টের আদেশে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।