ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১১:৩১ এএম, ২১ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের প্রভাব বিস্তার নিয়ে বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার নিশ্চিন্তপুরে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা বিল্লালকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফতুল্লার উত্তর দেলপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের বড় ভাই দুলাল হোসেন জাগো নিউজকে জানান, বিল্লাল নিশ্চিন্তপুর এলাকায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে একটি কারখানায় কাজ করতেন। বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার অনিক, মানিক, মুক্তার, রুবেল, সুরুজসহ কয়েক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তিনিসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এলাকাবাসী জানান, মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়ে মঙ্গলবার বিকেলে নিশ্চিন্তপুর বালুর মাঠে কিলার মোক্তার বাহিনীর সদস্য মানিক, রুবেল গংদের সঙ্গে বিল্লাল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিল্লালসহ তার লোকজন মানিক, রুবেলকে মারধর করে আহত করে। তার সূত্র ধরে বুধবার বিল্লালসহ কয়েকজন মিলে নিশ্চিন্তপুর হয়ে শাহি মহল্লায় যাওয়ার পথে মানিক, রুবেল গংরা রাস্তা গতিরোধ করে বিল্লালকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়েই বিল্লালকে তার প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শাহাদাৎ হোসেন/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।