আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২১ অক্টোবর ২০১৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশনের নারী কর্মকর্তা  ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আরো তিন জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে ও সকালে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন আগৈলঝাড়ার (এডিপি) শিশু সুরক্ষা প্রকল্পের কর্মকর্তা রীনা রায় (২৫) ও গৌহার এলাকার প্রতীক হালদারের ছেলে মাছ ব্যবসায়ী হীরা লাল হালদার (৫৫)।

আগৈলঝাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে রীনা রায় ও মিন্টু আন্থনী বৈরাগী মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাবার পথে বাকাল ১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা অতিক্রমকালে  বিপরীত দিক থেকে আসা অটো টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রীনা রায়কে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলা রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামের ডিএসবি’র হাট এলাকায় সকাল ১০টার দিকে ব্রেক ফেল করে নসিমন গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এসময় হীরা লাল হালদার (৫৫), চালক সেরাল এলাকার নয়ন কবিরাজ ও অপর যাত্রী শ্যামল হালদার গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে হীরার মৃত্যু হয় বলে জানান ওসি।

সাইফ আমীন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।