করোনায় আক্রান্ত সারদা পুলিশ একাডেমির এএসপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০১ জুন ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির এক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)। রোববার (৩১ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার হাসপাতালে ৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ওই একটি রিপোর্ট এসেছে পজিটিভ। বাকি সব রিপোর্ট নেগেটিভ। ২৯ বছর বয়সী এই এএসপি বাইরের জেলা থেকে প্রশিক্ষণে সারদা এসেছেন। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এর আগে শনিবার পুলিশ একাডেমির ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ওইদিন সবগুলো রিপোর্ট নেগেটিভ আসে। এরপর রোববার আরও ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে পুলিশ একাডেমির মোট ৯৮টি নমুনা পরীক্ষা করা হলো।

এদিকে, পিসিআর মেশিনের সার্ভিসিংয়ের কারণে গত শুক্রবার থেকে রামেক করোনা ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ। হাসপাতালের ল্যাবে নতুন একজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখা বেড়ে দাঁড়াল ৫২ জনে।

জেলায় করোনায় এ পর্যন্ত প্রাণ গেছে দুইজনের। এদের মধ্যে একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন।

ফেরদৌস সিদ্দিকী/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।