নির্দেশনা অমান্য করে ৮ লঞ্চে অতিরিক্ত যাত্রীবোঝাই
পটুয়াখালীতে ঢাকাগামী লঞ্চে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের দায়ে আটটি লঞ্চের সুপারভাইজারকে জরিমানা করা হয়েছে। প্রতিবাদে একটি লঞ্চও ছাড়েনি মালিকপক্ষ।
রোববার (৩১ মে) সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় পটুয়াখালী লঞ্চঘাটে এ অভিযান চালানো হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাই করেছে আটটি লঞ্চ। করোনার সংক্রমণ রোধে আইন অমান্য করায় ২৪ সুন্দরবন লঞ্চের সুপারভাইজার আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। টাকা পরিশোধ না করায় তাকে জেলে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রীবোঝাই করায় আরও সাতটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।
এদিকে, সুপারভাইজারকে জরিমানা করার প্রতিবাদে পটুয়াখালী লঞ্চঘাট থেকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে লঞ্চে অবস্থান করা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমকেএইচ