সাত খুন : রিভিশন মামলার আদেশ ৯ নভেম্বর
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের একটি মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির নারাজি খারিজের বিরুদ্ধে রিভিশনের আদেশ আগামী ৯ নভেম্বর প্রদান করবে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে শুনানির পর আদেশ প্রদানের দিন ধার্য করা হয়।
নারায়ণগঞ্জ আদালতের এপিপি ফজলুর রহমান ও বাদীপক্ষের আইনজীবী জেলা বারের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাত খুনের ঘটনায় সেলিনা ইসলাম বিউটি ও নিহত অ্যাড. চন্দন সরকারের জামাতা বিজয় পাল পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন। গত ৮ এপ্রিল মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলার অভিন্ন চার্জশিটে ভারতের কলকাতায় গ্রেফতার নূর হোসেন ও র্যাবের চাকরিচ্যুত তিনজন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়।
সেলিনা ইসলাম বিউটির মামলা থেকে অব্যাহতি দেয়া হয় এজাহারভুক্ত পাঁচ আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি হাজী ইয়াছিন মিয়া, ইকবাল, হাসমত আলী হাসু, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু ও শ্রমিক দল নেতা আনোয়ারকে। এ ঘটনায় ১১ মে আদালতে সেলিনা ইসলাম বিউটি চার্জশিটের বিরুদ্ধে না রাজি প্রদান করেন। পরে ৮ জুলাই শুনানিতে চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন খারিজ করে দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর ২১ জুলাই নারাজি রিভিশন পিটিশন দায়ের করেন মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি।
অন্যদিকে, বাদী সেলিনা ইসলাম বিউটি জাগো নিউজকে জানান, আমরা আবার নতুন করে আতঙ্কিত। কারণ নূর হোসেনের লোকজন ইতোমধ্যে এলাকাতে প্রভাব বিস্তার শুরু করেছে। সাত খুনের পর আমাদের দেয়া পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ায় আতঙ্কে রয়েছি।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি