টেকনাফে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:১৭ এএম, ২০ অক্টোবর ২০১৫

টেকনাফে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা কেরুনতলী স্থল বন্দরের ৩ নং জেটি ঘাট পটকের একটু সামনে সড়কের উপর রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম রায় সরকারের নেতৃত্বে একদল পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় কেউ মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, উদ্ধার হওয়া মরদেহের বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। তবে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি কোন পাগল ব্যক্তির বলে মনে হচ্ছে।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া মরদেহের সুরুতহাল তৈরির পর অপমৃত্যু মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি কক্সবাজার আনজুমানে ইত্তেহাদকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

সায়ীদ আলমগীর/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।