বঙ্গোপসাগরে চালকসহ মাছ ধরার ট্রলার অপহরণ
বঙ্গোপসাগরে চালকসহ `এফবি ভাই ভাই` নামে এক মাছ ধরার ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। মঙ্গলবার সকালে সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রের মুখে ট্রলারটি অপহরণ করা হয়। ট্রলারের মালিক কক্সবাজার শহরের পেশকার ফজল করিম কোম্পানি।
জেলা ট্রলার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ জানান, বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলের অদূরে মাছ ধরার সময় অস্ত্রের মুখে এফবি ভাই ভাইকে জিম্মি করে জলদস্যুরা। এ সময় ট্রলারের মাঝিসহ ১৭ জেলেকে মহেশখালীর একটি ট্রলারে তুলে নিয়ে চালকসহ অপহরণ করে নিয়ে যায়। ১৭ জেলে এখনো পথে আছে। তারা এখন কূলে ফিরে আসছে।
মাঝির বরাত দিয়ে এফবি ভাই ভাই এর মালিক ফজল করিম কোম্পানি জানান, ট্রলারটি অপহরণ করে নিয়ে যাওয়ার সময় দস্যুরা জানায়, চালক ও ট্রলার ফেরত পেতে হলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুম শেষ হওয়ার অধিকাংশ ট্রলার মাছ ধরতে সাগরে যায়। দীর্ঘ ১৫ দিন পর মাছ ধরা হওয়ায় প্রচুর মাছ ধরা পড়ছে। এরই মধ্যে যেসব ট্রলার মাছ নিয়ে ফিরেছে তারা এক থেকে পাঁচ লাখ পর্যন্ত পেয়েছে।
খবর পেয়ে বাঁশখালী, কুতুবদিয়া, হাটখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকার জলদস্যুরা সোনাদিয়া জড়ো হয়েছে। তারা সোনাদিয়ার জলদস্যু সম্রাট নাগু মেম্বারের ছেলে নকিব বাহিনী, ভাতিজা জাম্বু বাহিনী ও সরওয়ার বতইল্যা বাহিনীর আশ্রয়ে সেখানে অবস্থান করে। বর্তমানে মাছ ধরে ফিরে আসা ট্রলারগুলো টার্গেট করে ডাকাতি ও অপহরণ চালাচ্ছে দস্যুরা।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে মুঠোফোনে সাড়া না পাওয়া যায়নি কক্সবাজার কোস্টগার্ড স্টেশনের পিটি অফিসার নান্নু মিয়ার।
সায়ীদ আলমগীর/এআরএ/