মাগুরায় ঈদ জামাত নিয়ে সংঘর্ষ
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের মিনগ্রাম, শলইনগর, খর্দহুয়া এলাকায় ঈদের নামাজ নিয়ে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার গ্রুপের অন্তত ১শ বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকেরা।
সকালে ঈদের নামাজের পরপরই এ হামলা শুরু হয়ে প্রায় ৩ ঘণ্টা স্থায়ী হামলার এক পর্যায়ে পুলিশ অন্তত ৫০ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানান, সকালে পূর্ব পরিকল্পিতভাবে ঈদের নামাজ নিয়ে সামান্য কথাকাটাকাটির এক পর্যায়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের নির্দেশে শিহাব বিশ্বাস, আবু সাঈদ মন্ডল, বক্কার মোল্যা এর নেতৃত্বে বেছে বেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্যার সমর্থকদের বাড়িতে আক্রমণ শুরু হয়।
এ সময় তারা ঈদের নামাজে দাঁড়ানো অবস্থায় ওসমান, পিতা. সুরত আলী, আবু তালেব, পিতা. মৃত ময়নদ্দিন, ফুয়াদ, পিতা. আবু তালেবসহ আরও ১০-১২ জনকে কুপিয়ে আহত করে। অন্তত ১শ বাড়িঘর ভাংচুর করে ও ৪ জনকে কুপিয়ে গুরুতর যখম করে। পুলিশ আক্রমণকারীদের মারামারি ঠেকানোর বদলে উল্টো আক্রমণকারীদের পক্ষ নিয়ে সর্টগানের গুলি ছুঁড়েছে বলে অভিযোগ করেন তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান পক্ষপাতিত্বের ঘটনা অস্বীকার করে জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ অন্তত ৫০ রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
মো. আরাফাত হোসেন/এমআরএম