ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৫ মে ২০২০
প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। সোমবার রাত ৮টা ৪৩ মিনিটে কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে লোকজন বাড়ি থেকে দ্রুত বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৮টা ৪৩ মিনিটে দিকে সিলেটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তরপূর্বে ভারতের কাকচিংয়ে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সর্বশেষ ১৪ এপ্রিল সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাটে।

ছামির মাহমুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।