চাঁদাবাজি মামলায় গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৫ মে ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু দত্তকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজ্জামেল হোসেন।

গ্রেফতার অপু দত্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর গ্রামের অমল দত্তের ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্ত দাশের নেতৃত্বে একদল পুলিশ বড়চর এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি মামলার আসামি হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু দত্তকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ শায়েস্তাগঞ্জ এগ্রো ফার্মের মালিক সৌরভ পাল চৌধুরীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার ওপর হামলা করেন প্রসেনজিৎ দেব, অপু দও ও ফরিদসহ একদল যুবক। এতে সৌরভ পাল চৌধুরী গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এর পরের দিন সৌরভের পালের বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, সাবেক ছাত্রলীগ নেতা অপু দত্ত, ফরিদ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।