চট্টগ্রামে জামায়াত নেতাসহ আটক ১২০
চট্টগ্রামে বিশেষ অভিযানে জামায়াত নেতাকর্মীসহ ১২০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সাতকানিয়া উপজেলা থেকে জামায়াত নেতাকর্মী সাতজন , সাধারণ মামলার ২৮ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮৫ জনকে আটক করে পুলিশ।
এছাড়া দুটি রামদা, দুটি ছুরি ও ৯৮ লিটার চোলাই মদ ও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এসকেডি/পিআর