পটুয়াখালী পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:২২ পিএম, ২১ মে ২০২০

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টায় মেয়র মহিউদ্দিন আহমেদ নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুরুর পর থেকে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। গত দুইদিন ধরে তার শরীর খারাপ (জ্বর, কাশি) লাগার কারণে তিনি করোনা টেস্ট করান। সন্ধ্যায় তার নমুনা রিপোর্ট আসে। রিপোর্টে বলা হয়েছে তার করোনা পজিটিভ।

তিনি আরও জানান, যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে।তিনি সবাইকে বাসায় অবস্থান করার জন্য অনুরোধ জানান। তিনি বর্তমানে বাসায় আছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।