নাটোরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২১ মে ২০২০

 

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে নাটোরে বুধবার রাতে আম, লিচু, কলা, পেঁপে ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে অনেক আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ভেঙে পড়েছে অনেক গাছপালা। বিদ্যুতের তার ছিঁড়ে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত বিদুৎ সংযোগ দেয়া হয়নি। কোথাও কোথাও চালু হলেও শহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই।

jagonews24

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০টা থেকে শুরু হয় ঝড়। সারারাতের ঝড়ে বেশিরভাগ আম বাগানের আম ঝরে পড়েছে। গাছের লিচুর ঝরে পড়াসহ অসংখ্য গাছ ভেঙে পড়েছে। জেলার বভিন্ন স্থানে শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে পড়েছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে। গাছ উপড়ে পড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানতে পারেনি কৃষি বিভাগ।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, নাটোর-রাজশাহী মহাসড়কের পাশ দিয়ে নাটোর সদর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলার কিছু অংশ পরিদর্শন করেছি। আম, লিচু ও ভুট্টার ক্ষতি হয়েছে। তবে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি আমার চোখে পড়েনি।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।