কুমিল্লায় ব্যাংকের টাকা লুটকারী দুইজন অস্ত্রসহ আটক
কুমিল্লায় ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে আবু তাহের ও সহিদুল ইসলাম সুজন নামের দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে এ চক্রটি গত ২০ সেপ্টেম্বর নগরীর রেইসকোর্স এলাকায় অস্ত্রের মুখে বাদল মিয়া নামের প্রাইম ব্যাংকের এক গ্রাহকের ১০ লাখ টাকা অস্ত্রের মুখে লুট করেছিল।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আবু তাহের ও সহিদ দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন ব্যাংকপাড়াসহ জনাকীর্ণ এলাকায় ছিনতাই করে আসছিল। সর্বশেষ গত রোববার সদর দক্ষিণ এলাকায় অস্ত্রের মুখে এক ব্যক্তির দেড় লাখ টাকা লুট করেছিল। এ ছিনতাইকারী চক্রটিকে আটক করতে কুমিল্লা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ অভিযান শুরু করে।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি নিশ্চিন্তপুর এলাকার ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনের পাশে পূবালী ব্যাংকের গ্রাহকদের টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নেয় এ চক্রটি। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে আটক করে।
এ সময় ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আটককৃতদের নিকট থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটককৃত আবু তাহের নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের পুত্র এবং সহিদুল ইসলাম কাপ্তান বাজার এলাকার আবদুস ছোবহানের পুত্র।
রাতে ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গত ২০ সেপ্টেম্বর নগরীর ধর্মপুর-শাসনগাছা এলাকার বাদল মিয়া নামের এক ব্যবসায়ী নগরীর ছাতিপট্টি এলাকার প্রাইম ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখা হতে ১০ লাখ টাকা উত্তোলন করেন।
পরে ওই টাকা নিয়ে মোটরসাইকেলযোগে রেইসকোর্স এলাকা দিয়ে শাসনগাছায় যাওয়ার পথে ওই ছিনতাইকারী দলটি দুইটি মোটরসাইকেলযোগে এসে রাস্তায় তাকে ব্যারিকেড দেয় এবং পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে আটককৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাইয়ের সঙ্গে জড়িত তাদের সহযোগীদের আটক করতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে ডিবির একাধিক টিম।
কামাল উদ্দিন/বিএ