উজিরপুরে ছাত্রলীগের প্রতিমা ভাঙচুর


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব হারতা এলাকায় সার্বজনীন দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় বাধা দেয়া হলে দুইজনকে মারপিট করা হয়। পরে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে তিনটি মোটরসাইকেলসহ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদির নেতৃত্বে এ হামলা চালানো হয়।

আটকদের মধ্যে বানারীপাড়ার সৈয়দকাঠী গ্রামের মেহেদি, ছাত্রলীগ কর্মী ইয়ার হোসেন, মান্নান মৃধা ও মানিক ব্যাপারীর নাম জানা গেলের তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।

পূর্ব হারতা সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম বিশ্বাস বলেন, বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের একদল যুবক পূর্ব হারতা সার্বজনীন মন্দিরের কাছে বেড়াতে যায়। এ সময় স্থানীয় কিছু যুবকের ১০ টাকা করে চাঁদা উঠানো নিয়ে সৈয়দকাঠীর যুবকদের সঙ্গে বাদানুবাদ হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দলবল নিয়ে ওই মন্দিরে হামলা চালিয়ে গনেশ, কার্তিক ও অশুরসহ চারটি প্রতিমা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে তারা। এতে স্থানীয় দুইজন আহত হয়। এক পর্যায়ে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে হামলাকারী সাত যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদির সঙ্গে পূজার চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।