কোম্পানীগঞ্জের ‘পাথরখেকো’ আঞ্জু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ মে ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘পাথর খেকো’ আঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক খুন, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে। আঞ্জু কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর নারায়ণপুর সাকিনের মৃত মনফর আলীর ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের পাঠানো বার্তায় বলা হয়, মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশারের নেতৃত্বে জেলা ডিবির সহায়তায় পুলিশ সিলেট শহরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আঞ্জুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলার পাথর কোয়ারীর পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন, কোয়ারীতে একাধিক শ্রমিক খুন, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানতে চাইলে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবির ওসি (উত্তর) সাইফুল আলম জানান, সিলেটের কোম্পানীগঞ্জসহ পাথর অধ্যুষিত অন্য এলাকার পরিবেশ ধ্বংস করে যান্ত্রিক পদ্ধতিতে কেউ যেন পাথর উত্তোলন করতে না পারে সেজন্য পাথরখেকো হিসেবে পরিচিত মূল হোতাদের গ্রেফতারে পুলিশ সুপারের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জের আলোচিত আঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে পরিবেশ ধ্বংস করে কেউ পাথর উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।