তেলবাহী ট্রাকে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীসহ নিহত ৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সয়াবিন তেলবাহী ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার নলকার ফুলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুরা এলাকার মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) , জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রূপসীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২) ও অজ্ঞাত পরিচয় এক নারী (২৫)।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ থাকায় তারা তেলবাহী ট্রাকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রামবোঝাই ট্রাকটির কেবিনে যাত্রী ছিল। ট্রাকটি নলকা সেতুর পশ্চিম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।
ওসি আরও জানান, গুরুতর আহত দুইজনকে প্রথমে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারী মারা যান।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম জানান, আহত দুইজনের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম/এমকেএইচ