পিডিবিএফের ছয় কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত
অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাগেরহাট সদর ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ছয় কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত একটি আদেশ রোববার অভিযুক্তদের কাছে পৌঁছানো হয়।
চাকরিচ্যুতরা হলেন, বাগেরহাট সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এসএমএ লতিফ, একই উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পুলক চন্দ্র দাস ও রিতা রাণী রায়, মাঠ সংগঠক মো. কামরুল ইসলাম, হিসাব সহকারী মো. ইব্রাহিম হোসেন এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সুদেব কুমার মুশিদ।
ভুয়া ব্যক্তির নামে ঋণ বরাদ্দ দেখিয়ে এবং ঋণ গ্রহীতাদের ফেরত দেয়া কিস্তি জমা না করে অর্থ আত্মসাতের পৃথক দুটি ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পিরোজপুর অঞ্চলের উপ-পরিচালক শামীম আরা স্বপ্না।
তিনি আরো জানান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন বাগেরহাট সদর উপজেলা অফিসের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে এবং একই ধরনের পৃথক ঘটনায় মঠবাড়িয়া উপজেলার এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।
বাগেরহাট সদর উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা যায়, বাগেরহাটের ওই পাঁচ কর্মকর্ত-কর্মচারীর বিরুদ্ধে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে প্রায় পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে ওই বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে খুলনা, বরিশাল ও ঢাকা থেকে আসা নিরীক্ষকরা পৃথক তিনটি নিরীক্ষা করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিললে ওই বছরের ৩ অক্টোবর তাদের বাগেরহাট সদর উপজেলা কার্যালয় থেকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়ে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত করা হয়।
নাম প্রকাশ না করা শর্তে বাগেরহাট সদর উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা জানান, টাকা আত্মসাতের ঘটনা তদন্তে দেখা যায় প্রতিষ্ঠানের উপজেলা কর্মকর্তা এসএমএ লতিফসহ সংশ্লিষ্টরা মোট তিন কোটি ৭৭ লাখ টাকা আত্মসাত করেছেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সব ধরনের প্রক্রিয়া গ্রহণ শেষে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা সুদেব কুমার মুশিদ কর্তৃক আত্মসাতকৃত টাকার পরিমাণ জানা সম্ভব হয়নি।
শওকত আলী বাবু/এআরএ/