ঈদ উপলক্ষে ভেজাল সেমাই তৈরি, তিন মণ নদীতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৬ মে ২০২০

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভেজাল সেমাই তৈরির করায় রুবেল হাওলাদার (৩৫) নামের এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজারের কাঠপট্টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।

ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, ঈদ উপলক্ষে ভেজাল সেমাই তৈরির গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক সুকুমর চন্দ্র শিকদারকে সঙ্গে নিয়ে বাজারের কাঠপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওই কারখানায় নিম্নমানের ভেজাল সেমাই তৈরি করতে দেখা যায়। তখন কারখানার মালিক রায়েন্দা বাজারের মজিবর রহমান হাওলাদারের ছেলে রুবেল হাওলাদারকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তিন মণ ভেজাল সেমাই নদীতে ফেলে ধ্বংস করা হয়।

শওকত আলী বাবু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।