গোপালগঞ্জে মাইক্রো-ইজিবাইক সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

গোপালগঞ্জে মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক কামরুল মোল্লা (৩২) ও ইজিবাইকের অপর এক যাত্রী (অজ্ঞাত)।
 
আহত যাত্রীরা হলেন, সদর উপজেলার পাইককান্দি গ্রামের জাকির হোসেন (৪৫), তার স্ত্রী বেবী খানম (৩৫), ডুমদিয়া গ্রামের আছিয়া (২৫) ও অজ্ঞাত (২৮)। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক চন্দ্রদিঘলীয়া যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক কামরুল মোল্লার মৃত্যু হয়। আহত হয় আরও ৫ যাত্রী। এরমধ্যে গুরুতর আহত এক নারী যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।