বাকেরগঞ্জে বখাটের ৬ মাসের দণ্ড
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মেহেদি হাসান টুটুল (১৮) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবির এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত টুটুল পাদ্রীশিবপুর ইউনিয়নের বাবুল হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পাদ্রীশিবপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই বখাটে প্রায়ই উত্ত্যক্ত করতো। আর এ নিয়ে একাধিকবার পরিবারের পক্ষ থেকে টুটুলকে নিষেধ করা হলেও তিনি নিবৃত হয়নি। পরে ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে টুটুলকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
সাইফ আমীন/এআরএ/আরআইপি