ফেনীতে দুটি গণমাধ্যম অফিস তচনছ
অনলাইন নিউজপোর্টাল নতুন ফেনী, একাত্তর টেলিভিশন ও দৈনিক অজেয় বাংলা অফিস তচনছ করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে শহরের ট্রাংক রোডের সোনালী ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কে বা কাহারা নিউজ পোর্টাল নতুন ফেনী ও দৈনিক অজেয় বাংলা অফিসে তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা ড্রয়ারের তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র তচনছ করে ২টি ক্যামরা নিয়ে যায়।
রোববার সকালে অফিসের তালা ভাঙা দেখে পুলিশকে খবর দিলে পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে খবর শুনে তাৎক্ষণিক ছুটে আসেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাতাদ হোসেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবু তাহের, দৈনিক কালের কণ্ঠ’র ফেনী প্রতিনিধি ও দৈনিক স্টার লাইন’র উপদেষ্টা সম্পাদক আসাদুজ্জামান দারা, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক অজেয় বাংলা ও বিটিভি প্রতিনিধি শওকত মাহমুদ, সাপ্তাহিক নির্ভিক সম্পাদক জাফর সেলিম, আরটিভি ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আজাদ মালদার প্রমুখ।
এছাড়া ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার মুঠোফোনে খোঁজ খবর নেন। তারা এ ঘটানার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্তকরণের দাবি জানান।
দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ বলেন, রাতে দুর্বৃত্তরা অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিসের কাগজপত্র তচনছ করে একটি ক্যামেরা নিয়ে যায়।
একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু জানান, দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করে একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। তবে দুর্বৃত্তরা আর কি কি নিয়ে গেছে তা এখনো সঠিক করে বলা যাচ্ছে না।
নতুন ফেনীর সম্পাদক রাশেদুল হাসান জানান, প্রতিদিনের মতো সকালে অফিসে এসে অফিস খোলা ও কাগজপত্র তচনছ অবস্থায় দেখে তাৎক্ষণিক পুলিশকে খবর দেই।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন।
জহিরুল হক মিলু/ এমএএস/পিআর