ভাল কিছু করতে স্থির করতে হবে লক্ষ্য


প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৮ অক্টোবর ২০১৫

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভাল কিছু করতে হলে, লক্ষ্য স্থির করতে হবে। স্বপ্ন থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশ নিয়ে স্বপ্ন দেখেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশে কি করবেন তিনি তার লক্ষ্য দিয়েছেন। মানুষকে স্বপ্ন দেখিয়েছেন।

রোববার দুপুরে জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে উন্নয়ন হবে না। সেই স্বপ্ন দেখতে হবে, যেই স্বপ্ন দেখলে ঘুম হারাম হয়ে যাবে, নিজেকে জ্ঞানে, দেশ প্রেমে সমৃদ্ধ করা যাবে, উন্নয়নের কল্পনা জাগ্রত হবে। আর এসবের বাস্তবায়ন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সচিব আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. অধ্যাপক মুনাজ আহমেদ নূর, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল বারী, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।