বিএনপির ২৯ নেতাকর্মী জেল হাজতে


প্রকাশিত: ১১:২৫ এএম, ১৮ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

খুলনায় বিএনপির আরো ২৯ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খানসহ ২৯ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেন।

গত ৫ জানুয়ারি পরবর্তী আন্দোলনে রূপসা ও তেরখাদা উপজেলায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া পৃথক চারটি মামলায় রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

হাজতে যাওয়া অন্যরা হলেন, তেরখাদা থানা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলী, রূপসা থানা বিএনপির সভাপতি শেখ আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, তেরখাদা বিএনপির সাধারণ সম্পাদক মেজবাউল আলম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফারুক হুসাইন, শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক মোল্লা জালাল উদ্দিন ও রূপসা থানা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম মনা বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মীর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।