সাঈদ হত্যা : ফের পেছাল অভিযোগপত্র গ্রহণের শুনানি


প্রকাশিত: ১১:০৫ এএম, ১৮ অক্টোবর ২০১৫

মামলার নথি মহানগর জজ কোর্ট থেকে ১১ দিনেও না আসায় সিলেটে অপহরণের পর শিশু আবু সাঈদ হত্যা মামলার দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণের শুনানি ফের পিছিয়েছে।

এর আগে গত ৭ অক্টোবরও মহানগর মুখ্য হাকিম শাহেদুল করিমের আদালতে এ বিষয়ে শুনানির কথা থাকলেও মামলার নথি জজ কোর্টে থাকায় পরবর্তী শুনানির তারিখ ১৮ অক্টোবর ধার্য করেছিলেন বিচারক। কিন্তু পাশের একই ভবনের এক কক্ষ থেকে অপর কক্ষে আলোচিত এই মামলার নথি ১১ দিনেও আসেনি। ফলে রোববার এ বিষয়ে শুনানি হয়নি। আগামী ২৯ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী আবদুল মজিদ জানান, মামলার শুনানি উপলক্ষে রোববার সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুল, পুলিশ ও র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিবকে আদালতে তোলা হয়। তবে আলোচিত এ মামলার নথি মহানগর দায়রা জজ আদালত থেকে বিচারকের আদেশের ১১দিন পরেও না আসায় শুনানি হয়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের ঘটনায় এয়ারপোর্ট থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুল, পুলিশ ও র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিদ হোসেন মাসুমকে অভিযুক্ত করে মুখ্য হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোশাররফ হোসাইন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সকালে সিলেট নগরীর রায়নগরে আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝরনারপাড় সবুজ-৩৭ নম্বর বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সাঈদ রায়নগর হযরত শাহ মীর (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও একই এলাকার দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।