সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত : কুমেক হাসপাতালে ভাঙচুর
সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা সিটি কলেজের এক ছাত্রের ডাক্তারের অবহেলায় মৃত্যু হয়েছে এমন অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।
এ ঘটনায় মেডিকেল কলেজের কর্মচারীদের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার দুপুরে কুমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে মারাত্মক আহত সিটি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র সায়মনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড সংলগ্ন চানপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহি কুমিল্লা সিটি কলেজের ছাত্র তোফায়েল (২২) ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় অপর আরোহি একই কলেজের ছাত্র রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কুমেক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে ডাক্তাররা তার চিকিৎসা না করায় দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
এতে কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা জরুরী বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। এসময় কর্মচারীদের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত কলেজ ছাত্র সায়মনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত কলেজ ছাত্র তোফায়েল জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং রুবেল একই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
উভয়ে সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক লুৎফর রহমান ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন/ এমএএস/পিআর