সৈয়দপুরে নকল ওষুধ কারখানায় র‌্যাবের হানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৮ মে ২০২০

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রেক্সটন ল্যাবরেটরিজ (ইউনানী) নামে একটি ওষুধ ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ খোলা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া ওই কারখানার মালিকের বাসা থেকে নকল প্যান্টোনিক্স ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নকল ওষুধ উৎপাদন ও সংরক্ষণের দায়ে মালিকের এক বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও একমাসের কারদণ্ড দেয়া হয়।

র‌্যাব-১৩ ও ১৪ বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয় বলে শুক্রবার জানিয়েছে।

সূত্র মতে, সৈয়দপুর শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহবুবা প্লাজার মেসার্স রেক্সটন ল্যাবরোটেরিজ (ইউনানি) নামক ওই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কয়েক লাখ টাকা মূল্যের নকল ওইসব ওষুধ আগুনে ধ্বংস করা হয়।

র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৪ ময়মনসিংহ জানায়, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নকল ওষুধ বিক্রি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ১৪ ময়মনসিংহের সদস্যরা সম্প্রতি ওই এলাকার এক ব্যবসায়ীকে আটক করেন। পরে তার দেয়া তথ্যে আরও দু’জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটকদের মধ্য থেকে একজনের তথ্যে তারা জানতে পারেন ওইসব নকল ওষুধ সৈয়দপুরের রেক্সটন ল্যাবরোটরিজ থেকে কেনা হয়। এমন তথ্যের ভিত্তিতে নকল ওষুধ উদ্ধার এবং এরসঙ্গে জড়িতদের ধরতে র‌্যাব-১৪ ময়মনসিংহের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান ও র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয় নীলফামারীর সৈয়দপুরে।

রেক্সটন ল্যাবরোটরিজের (ইউনানি) মালিক আতিয়ার রহমান পাবনা সদরের কুটিপাড়ার মৃত সামছুদ্দিন মন্ডলের ছেলে। তিনি সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের বহুতল ভবনে বাসা ভাড়া নিয়ে থাকতেন ও শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহমুদা প্লাজায় ইউনানি ফ্যাক্টরি পরিচালনা করতেন।

র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত প্রথমে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে কয়েক লাখ টাকা মূল্যের ৪ কার্টুন নকল প্যান্টোনিক্স ট্যাবলেট উদ্ধার করে। পরে শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহমুদা প্লাজায় অবস্থিত ওই ইউনানি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দুই ড্রাম লুজ (খোলা) ট্যাবলেট উদ্ধার করে। এসময় উদ্ধার করা ওষুধের কোনো কাগজপত্র দেখাতে না পারায় রেক্সটন ল্যাবরোটরিজের (ইউনানি) মালিক আতিয়ার রহমানকে (৪৭) আটক করা হয়।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল ওষুধ সংরক্ষণ এবং এর স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের রায় দেন আদালত।

আদালতের এ রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এ সময় উদ্ধার করা কয়েক লাখ টাকা মূল্যের নকল ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি আতিয়ার রহমান তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করলেও এক বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়।

জাহেদুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।