যাত্রী ছাউনি দখল করে কাঠের ব্যবসা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৮ মে ২০২০

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীদের বিশ্রামের জন্য তৈরি শাহপুর বাজারের যাত্রী ছাউনি এখন এক প্রভাবশালীর দখলে। তিনি যাত্রী ছাউনিটি অবৈধভাবে দখল করে দিব্যি কাঠের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজারে যাত্রীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয় যাত্রী ছাউনিটি। কিন্তু দীর্ঘদিন ধরে এর সামনে গাছের গুঁড়ি ফেলে দখলে রেখেছেন পাশের স’মিলের মালিক শাহজাহান মিয়া।

সরেজমিনে দেখা যায়, যাত্রী ছাউনিতে বিশ্রাম বা বসার কোনো পরিবেশ নেই। ময়লা-আবর্জনা ঘিরে রেখেছে ছাউনির চারপাশ। ছাউনির পাশেই শাহজাহান মিয়ার স’মিল। রাতের আঁধারে পাহাড়ি গাছ এনে যাত্রী ছাউনির সামনে ফেলে রাখা হচ্ছে। ফলে যাত্রীরা বিশ্রাম নিতে পারছেন না। দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়িত। মহাসড়কের পাশেও শত শত গাছের গুঁড়ি ফেলে সাধারণ মানুষের চলাচলের একাংশ দখলে রেখেছেন।

এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, শাহজাহান মিয়া দীর্ঘদিন স’মিলের ব্যবসা করে আসছেন। বিভিন্ন রকমের শত শত গাছ রাস্তার পাশে, যাত্রী ছাউনির সামনে ফেলে রাখা হচ্ছে। কিছু বললে জানান থানা পুলিশ ম্যানেজ করেই নাকি ব্যবসা করছেন।

এ বিষয়ে শাহজাহান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাত্র কয়েকটা গাছ রাখলাম এতেই আপনাদের মাথা ব্যথা শুরু। আর অন্যরা যে মাটি কেটে নিচ্ছে তা কি আপনারা দেখেন না। যান আমার নামে গিয়া নিউজ করেন। আমি সব ম্যানেজ করেই ব্যবসা করছি।

মাধবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, যাত্রী ছাউনি যাত্রীদের বিশ্রামের জন্য করা হয়েছে। এখানে যাত্রীরা বিশ্রাম নেবে। বিষয়টি শুনেছি। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।