বৃদ্ধ বাবার হাতের লাঠি কেড়ে পেটালেন মসজিদের ইমাম ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৭ মে ২০২০

লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তির লোভে দৃষ্টি প্রতিবন্ধী বাবাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন ছেলে মসজিদের ইমাম মো. বদরুদ্দোজা। নির্যাতনের শিকার আফতাব উদ্দিন (৯০) একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে শহরের মোহাম্মদিয়া হোটেল এলাকা থেকে পুলিশ বদরুদ্দোজাকে আটক করেছে। এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে রামগঞ্জ পৌর শহরের কাঠবাজার সড়কের একটি ভাড়াবাসায় ওই বৃদ্ধকে পেটানোর ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আফতাব উদ্দিন উপজেলার কচুয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক। আর অভিযুক্ত বদরুদ্দোজা স্থানীয় পাটবাজার দারুস সালাম জামে মসজিদের পাঞ্জেগানা ইমাম।

স্থানীয় সূত্রে জানা যায়, আফতাব উদ্দিন উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়ার বাসিন্দা। বয়সের ভারে এখন তিনি চোখে দেখেন না। তার ৯ ছেলের মধ্যে ৪ জন ঢাকা ও প্রবাসে রয়েছে। তিনি ও তার (বৃদ্ধ) অসুস্থ স্ত্রী ৮ নম্বর ছেলে বদরুদ্দোজার সঙ্গে কাঠবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আহত আফতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ফজরের নামাজের পর বদরুদ্দোজা তার নামে বাড়ির জমি লিখে দিতে চাপ দেয়। এতে আমি অন্য ছেলেদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়ার কথা বলি। কিন্তু সে ক্ষিপ্ত হয়ে আমার হাতের লাঠি কেড়ে নিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। অনুনয় বিনয় করেও তার থেকে রক্ষা পাইনি। আমি ও আমার স্ত্রী সাহরি না খেয়ে রোজা রেখেছি।

এদিকে বিষয়টি ধামাচাপা দিতে রামগঞ্জ পাটবাজার দারুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি শহিদ উল্যা ও তার ছেলে বাবলু ইমাম বদরোদ্দোজা মানসিক বিকারগ্রস্ত বলে প্রচারণা চালাচ্ছেন।

তবে এ ব্যাপারে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হারুন অর রশিদ জানান, বদরুদ্দোজা কেমন, তা আমরা আগে বুঝতে পারিনি। তাকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।

জানা গেছে, বদরুদ্দোজা গত কয়েক বছরে ৪টি বিয়ে করেছেন। মারধর করায় স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেছেন।

এ ব্যাপারে ইমাম বদরুদ্দোজা জানান, বাবা-মা তাকে হিসাব নিকাশ বুঝিয়ে দিচ্ছে না। তিনি তাদেরকে খাওয়াচ্ছেন। আর মা রান্নায় তেল বেশি খরচ করেন বলেও অভিযোগ করেন তিনি। তবে দৃষ্টি প্রতিবন্ধী বাবাকে মারধরে কোনো মন্তব্য করেননি।

জানতে চাইলে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী বলেন, ঘটনাটি অমানবিক। ইমামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কাজল কায়েস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।