বিদ্যুৎ কর্মকর্তার অবহেলায় প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৭ মে ২০২০

বগুড়ার ধুনট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এক কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে রিপন সরকার (৩৯) নামে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিপন সরকার উপজেলার চৌকিবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন সরকার দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে দৈনিক মজুরির ভিত্তিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪টার দিকে দিঘলকান্দি বাজার এলাকায় সংযোগ মেরামতের জন্য রিপন বিদ্যুতের খুঁটিতে ওঠেন। পল্লী বিদ্যুতের মথুরাপুর-চৌকিবাড়ী জোনের ইনচার্জ এমদাদুল হক তাকে এ কাজের নির্দেশ দেন।

এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা তা বিচ্ছিন্ন করেননি। ফলে তারে হাত দেয়ার পরই রিপন সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খঁটির সঙ্গে ঝুলে থাকেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রিপন সরকার মারা যান।

এ বিষয়ে ধুনট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মথুরাপুর-চৌকিবাড়ী জোনের ইনচার্জ এমদাদুল হক বলেন, রিপন সরকারকে বিদ্যুৎ সংযোগ মেরামত করতে বলা হয়নি। তিনি নিজের ইচ্ছাতেই সংযোগ মেরামত করতে বিদ্যুতের খুঁটির ওপর উঠেছিলেন। তার অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।