কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:০৯ এএম, ০৭ মে ২০২০
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাদেক (২২) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোরে পালংখালীর রহমতেরবীল সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত মো. সাদেক উখিয়ার বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকাচ্ছে ইয়াবা কারবারিরা এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। বিজিবি সদস্যদের উপস্থিতি ঠের পেয়ে গুলি চালায় ইয়াবা কারবারিরা। বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।