বড়পুকুরিয়া কয়লাখনির এমডি আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ এএম, ০৭ মে ২০২০

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভার্তি করা হয়।

কয়লাখনির একজন মহাব্যবস্থাপক সাংবাদিকদের বলেন, তাদের এমডি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে ডাক্তাররা তাকে ঢাকায় নিয়ে বাইপাস ও অথবা হার্টে রিং পরানোর পরামর্শ দিয়েছেন। পরিবারের লোকজন তাকে ঢাকায় স্থানান্তরের চেষ্টা করছেন।

২০১৯ সালের সেপ্টেম্বরে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির পরিচালন বিভাগের পরিচালকের পদ থেকে বড়পুকুরিয়ার ব্যবস্থাপনা পরিচালক হন কামরুজ্জামান।

তার ছোট ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান জানান, ভাইয়ের শরীরের বর্তমান অবস্থায় তাকে সড়কপথে ঢাকায় আনা বেশ ঝুঁকিপূর্ণ। আকাশপথে তাকে ঢাকায় নেয়া প্রয়োজন। কিন্তু করোনাভাইরাসের কারণে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া যায়, পারিবারিকভাবে তাই ভাবা হচ্ছে।

এফএইচ/এমএফ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।