মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৬ মে ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা নামক স্থানে ট্রাকে ডাকাতির প্রস্তুতি নিলে জনতা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে পুলিশে দেয়। পুলিশ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। তাদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ছয়জনের একটি ডাকাত দল মঙ্গলবার রাত ৩টার দিকে মহাসড়কের দেওহাটা নামক স্থানে মালভর্তি ট্রাকে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারের চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা চরপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মনির হোসেন (৩০), রশিদ দেওহাটা গ্রামের ফজল হকের ছেলে সবির হোসেন (৩২), ও ওমর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০)।

এছাড়া রশিদ দেওহাটা গ্রামের শাজাহানের ছেলে মাহাবুব, আলী জিন্নাহর ছেলে শরীফ হোসেন ডানু ও যোগীর কোফা গ্রামের বদর বুইদার ছেলে জাফর আলী পালিয়ে যান।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে। এছাড়া পালিয়ে থাকা তিনজনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এস এম এরশাদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।