কোম্পানীগঞ্জে মেছোবাঘের শাবক আটক
সিলেটের কোম্পানীগঞ্জে মেছোবাঘের শাবককে আটক করা হয়ছে। উপজলোর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ এলাকার গুচ্ছগ্রামের আতাউর মিয়ার কলোনি থেকে আতাউরের ছেলে মাসুম ও ভাই শামিম মেছোবাঘটি আটক করেন। সোমবার (৫ মে) সকাল থেকে মেছোবাঘের শাবককে তাড়া করে বিকেলের দিকে জাল ফেলে আটক করেন তারা।
পরে শাবকটিকে খাঁচায় বন্দি করে পর্যটন এলাকা ভোলাগঞ্জ গ্রামের আতাউরের বাড়িতে রাখা হয়। ধারণা করা হচ্ছে- ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে এ মেছোবাঘটি বাংলাদেশে প্রবেশ করেছে।
আতাউর মিয়া বলেন, মেছোবাঘটি আটক করে আমার বাড়িতে রাখা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বনবিভাগকে বলা হয়েছে । তারা জানিয়েছেন মঙ্গলবার (৫ মে) তারা এসে মেছোবাঘটি নিয়ে যাবেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, মেছোবাঘের শাবক আটকের খবর পেয়েছি। বন বিভাগের সঙ্গে কথা হয়েছে। তারা এসে বাঘটি নিয়ে যাবেন। যাতে কেউ এটির কোনো ক্ষতি না করে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম